শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

ব্লগে প্রথম লিখা

পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্‌ নামে শুরু করছি । ব্লগে আজ আমার প্রথম পোস্ট হবে, ভাবতেই ভাল লাগছে। যদি ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করে দিবেন। প্রথম পোস্ট তাই ভাবছি পড়াশুনা নিয়ে কথা বলবো।আমিও একজন ছাত্র।শুরু করা যাক :

      আল্লাহ তায়ালা আমাদের জন্য কুরআন দিয়েছেন যেন আমরা ভুল পথে পা না বাড়াই। কুরআন
এর প্রথম কথাই ছিল পড় তোমার প্রভুর নামে। আমাদের বিশ্বনবী শিক্ষা গ্রহন এর জন্য পৃথিবীর যে কোন প্রান্তে যাবার অনুমতি দিয়েছেন। তবে শিক্ষা টা যে শুধু ধর্মীয় হবে এমন টা বলেন নি, তবে ধর্মীয় শিক্ষা ইসলামে বাধ্যতামূলক করা হয়েছে। এবং ধর্মীয় শিক্ষাটা নিজ নিজ পরিবার থেকে হওয়া দরকার। কিন্তু আমার দেশে এর উল্টো হয়। দশম ক্লাস পর্যন্ত ধর্মীয় বিষয়ে যা শিখানো হয় তাতে নামাজ এর "ন" একজন শিখতে পারে কিনা আমার সন্দেহ আছে। শিক্ষার্থীদের শুধু মুখস্ত পড়ান হয় কিন্তু নামাজ এর গুরুত্ব শিখানো হয় না। আজ দেশে যে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে তার জন্য আমাদের শিক্ষানীতি পুরটাই দায়ী। একটা দেশে যে শিক্ষা গ্রহনের এত রাস্তা থাকতে পারে টা আমার ক্ষুদ্র মস্তিস্কের জানা নাই। আমাদের দেশে একমাত্র মাদ্রাসা শিক্ষাই পূর্ণ ভাবে কুরআন এবং ইসলাম বিষয়ে শিক্ষা দেয়া হয়। কিন্তু এরা আমাদের মত সাধারন শিক্ষা থেকে বঞ্চিত। মাদ্রাসা শিক্ষাই সবচেয়ে ভাল ফল করার পরও ভাল কলেজ এ ভর্তি না হতে পারার নজির আমি দেখেছি। কোন জাতিকে উন্নতি করতে হলে তার শিক্ষাখাতে উন্নতি দরকার। কিন্তু আমরা এইখানেই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়। যে দেশের শিক্ষাই এত বৈষম্য তাদের তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া দরকার, আসলে হচ্ছেও তাই। ক্রিকেট, ফুটবল এ আমরা চ্যাম্পিয়ন না হয়ে আমরা হচ্ছি দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তাই আসেন আমরা সচেতন হয়। কখনও আশা হারাবেন না। হইত আজ হয়নি কিন্তু কাল হইত আমাদেরই পরবর্তী প্রজন্ম সঠিক শিক্ষাটা পাবে। তাই আসুন সবাই বলি :

                      " সবার জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষা "


                                                  হৃদয় আহমেদ
                                                  ১৭-১০-২০১৫